এনড্রোয়েড ফোনের বিরক্তিকর বিজ্ঞাপন (Ads) দুর করতে চাইলে এই পোস্টটি আপনার জন্য। আপনি যদি জানতে চান ফোনে এই বিরক্তিকর বিজ্ঞাপন কেন আসে তাহলে এই লিঙ্কে ক্লিক করে জেনে আসুন।
যখন আপনার ফোনে ইন্টারনেট কানেটিভিটি থাকে তখন প্রত্যেকটা এপস-ই তার সার্ভারের সাথে যোগাযোগ স্থাপন করে থাকে। আর আমরা যে এপস গুলি ব্যবহার করি তার অধিকাংশই ফ্রি। এপস ইন্সটল করার সময় দেখবেন লেখা থাকে Contains Ads. তার মানে এই এপসটি চালালে আপনাকে এডস দেখতে হবে।
যাহোক আপনার ফোনটি যদি এনড্রোয়েড ভার্সন ১১ বা তার পরের ভার্সন হয় তাহলে নিচের পদ্ধতি গুলো অনুসরণ করুন।
পদ্ধতি-১:
- যে এপসটিতে Ads show করছে সেই এপসের আইকনে Tap কিরে চেপে ধরুন।
- নিচের চিত্রের মতো Apps Info তে ক্লিক করুন।
- তারপর নিচের চিত্রের মতো Restrict Data Usage এ ক্লিক করুন।
- তার নিচের চিত্রের মতো Wifi, Mobile Data (Sim1 ও Sim2) এর টিক মার্ক গুলো তুলে দিন।
- OK ক্লিক করে বেরিয়ে আসুন।
এভাবে যে Apps গুলোকে এডস শো করে সেগুলো উপরের নিয়মে কাজ গুলো করুন।
পদ্ধতি-২:
- প্রথমে স্মার্টফোনের সেটিংস অপশনে যান।
- সেখানে গিয়ে নিচের চিত্রের মতো গুগল এ ক্লিক করুন।
- ‘গুগলে’ ঢোকার পরে শুরুতেই থাকা Ads অপশনে ক্লিক করুন। ক্লিক করলে ‘Ads Personalised নামে একটি অপশন পাবেন।
- এবার Reset Advertising ID আইডিতে ক্লিক করুন। Confirm করুন।
আপনার এডভারটাইজিং আইডিটি নিচের চিত্রের মতো রিসেট হবে।
রিসেট করার পর ‘অ্যাডভারটাইজিং আইডি’ পরিবর্তন হয়ে যাবে। এ আইডির ক্ষেত্রে এটুকু করতে হবে। আশা করা যায়, বিরক্তিকর বিজ্ঞাপন দেখা থেকে মুক্তি মিলবে।
পদ্ধতি-৩:
এছাড়াও ফোনের ব্রাউজার থেকেও এ বিরক্তিকর বিজ্ঞাপন বন্ধ করা যায়। এজন্য প্রথমে ফোনের ‘ক্রোম’ ব্রাউজারে গিয়ে ‘মাই অ্যাকটিভিটি’ নামের সাইটে ঢুকতে হবে। ফলাফল আসার পর ‘ওয়েলকাম টু মাই অ্যাকটিভিটি’তে ঢুকবেন। এটিতে যাওয়ার পরে এ সাইটের বাম পাশে উপরে থ্রি স্কেলের দাগে ক্লিক করবেন।
সেখান থেকে আপনাকে যেতে হবে ‘অ্যাকটিভিটি কন্ট্রোল’ নামের অপশনে। সেখানে ঢোকার পরে আপনাকে ‘অ্যাডস’ অপশনে গিয়ে ‘অ্যাডস পারসোনালাইজেশন ইজ অন’। এই ‘অন’টাকে আপনার ‘অফ’ করে দিতে হবে। এরপর উপরে ডানপাশে থ্রি ডটের মেন্যুটিতে চাপ দিয়ে চলে যাবেন সেটিংসে। সেখানে যাওয়ার পরে নিচে ‘সাইড সেটিংস’ নামে একটি অপশন দেখা যাবে। এটিতে ঢোকার পরে ‘কুকিজ’-এ গিয়ে ‘ব্লক থার্ড পার্টি কুকিজ’ অন করে দিলেই অ্যাড আসা বন্ধ হয়ে যাবে।
সতর্কতা:
তাই বলে Imo, Whatapps, Messenger, Twitter, Viber, Youtube, Chrome, Firefox এই ধরনের এপস গুলোতে এই কাজটি করা থেকে বিরত থাকুন। কারণ এগুলো সাহায্যে আপনি ইন্টারনেট ব্রাউজিং ও সোস্যাল মিডিয়ায় যুক্ত থাকেন। এগুলোতে Data Restricted করলে এগুলো তো আর কাজ করবে না।
পোস্টটি ভাল লাগলে Like, Comment ও শেয়ার করতে ভুলবেন না।