What is VPS ( ভিপিএস কি? )

Spread the love

১। ভিপিএস কি? What is VPS?

ভিপিএস (VPS) = Virtual Private Server. এটা একটি সার্ভার কম্পিউটার। VPS হলো একটি শক্তিশালী ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে ভার্চুয়ালাইজেশন করা একটি সার্ভার কম্পিউটার।

ভিপিএস কি? এটা জানার আগে আমাদের জানতে হবে Virtualization (ভাচুয়ালাইজেশন) সম্পর্কে ।

ভার্চুয়ালাইজেশন (Virtualization) কি? শাব্দিক অর্থে Virtualization হলো ভাসমান অবস্থায় কোন কিছুর অবস্থান/ বিরাজমান।

মনে করি একটি কম্পিউটারে 64 কোর সিপিইউ, 128 জিবি র‌্যাম ২ টেরাবাইট এসএসডি হাডডিস্ক ও মানানসই একটি মাদারবোর্ড দিয়ে একটি কম্পিউটার বানানো হলো। অন্যান্য রিসোর্স সিডি রম, ক্যাসিং, পাওয়ার সাপ্লাই ইত্যাদি প্রয়োজন অনুযায়ী লাগানো হলো। এখন এটা হল একটি কম্পিউটারের ফিজিক্যাল কম্পিউটার।

তো এই ফিজিক্যাল কম্পিউটারটিকে আমার উইন্ডোজ/ লিনাক্স সিস্টেম অপারেটিং সফটওয়্যার ইন্সটল এর মাধ্যমে সচল/প্রানবন্ত করে তুলতে পারি বা চালাতে পারি। ধরুন আমরা Windows 11 ইন্সটল করলাম। তো এই শক্তিশালী কম্পিউটারটি এখন একসাথে কতজন ব্যবহার করতে পারবে? নিশ্চই একজন? হ্যা এ অবস্থায় একজনই ব্যবহার করতে পারবে। এটাকে আমরা একই সাথে ব্যক্তিগত ব্যবহার ও সার্ভার হিসাবে ব্যবহার করতে পারি।

এবার যদি এমন হয় যে কোন সফটওয়্যারের মাধ্যমে এই কম্পিউটারের রিসোর্স (সিপিইউ/র‌্যাম/ রম/ হার্ডডিস্ক) গুলোকে ভাগ করে আলাদা আলাদা ভাবে বিভিন্ন ব্যক্তি ব্যবহার করতে পারবে- তাহলে কেমন হয়? হ্যা এভাবে যখন কোন পিসির রিসোর্স ভাগ করার জন্য প্রয়োজন পড়ে তখন এই কম্পিউটারটাকে Virtualization করার দরকার পড়ে বা Virtualization করা হয়।

অর্থাৎ কম্পিউটারের জন্য কিছু সফটওয়্যার আছে যার সাহায্যে একটি ফিজিক্যাল কম্পিউটারের মধ্যে আরও কম্পিউটার তৈরি করা যায়। আর তাকে বলে ভার্চুয়াল কম্পিউটার। এরকম সফটওয়্যার গুলোর নাম হলো: Oracle Virtualbox, VM Ware, KVM (Karnel-based Linux Machine) ইত্যাদি।

মজার ব্যাপার হলো এই সফটওয়্যার গুলো ইন্সটল করে এদের মধ্যে আবার সিস্টেম সফটওয়্যার ইন্সটল করা যায়। Virtual Machine তৈরির করার সময় এই মেশিনটা কতটুকু রিসোর্স (সিপিইউ, র‌্যাম, হার্ডডিস্ক) ব্যবহার করবে তা নির্ধারন করা যায়। এভাবে আপনি আপনার ফিজিক্যাল মেশিনের রিসোর্স শেষ না হওয়া পর্যন্ত অনেক গুলো ভার্চুয়াল মেশিন তৈরি করতে পারবেন।

যখন ভার্চুয়াল মেশিনগুলো রান করবেন তখন এই মেশিন/কম্পিউটারগুলো আপনার ফিজিক্যাল মেশিনের রিসোর্স গুলো ব্যবহার শুরু করবে। তবে অবশ্যই মনে রাখবেন আপনার ফিজিক্যাল মেশিনটি কোন সমস্যা ছাড়াই চলার জন্য রিসোর্স এর একটা অংশ রেখে দিবেন।

আর এরকম ভার্চুয়াল মেশিনকে যখন সার্ভার হিসাবে ব্যবহার করা হয় তখন তাকে ভিপিএস (VPS) বলে।

ধরুন একটি ভার্চুয়াল পিসির কনফিগারেশন হল: 2 CPU Core, 4 GB Ram, 100GB SSD or 40 GB Nvme Hard Drive ইত্যাদি। দাম 10000 টাকা বছরে। যারা ভিপিএস সেল করে তারা এরকম একটি মেশিন আপনার কাছে সেল করবে। আর ভিপিএস কোম্পানিগুলো আপনার কাছে সেল করার সময় জেনে নিবে আপনি কোন অপারেটিং সিস্টেমটি আপনার পিসিতে ইন্সটল করে চাচ্ছেন। যেমন ধরুন Windows/ Linux। এ ধরনের ভিপিএসকে Unmanaged VPS বলে।

২। ভিপিএস (VPS) কেন দরকার?

আপনি আপনার কোম্পানীর জন্য বা ব্লগিং করার জন্য একটি ওয়েবসাইট বানিয়েছেন বা বানাতে চাচ্ছেন। তাহলে আপনার দরকার পড়বে একটি ডোমেইন ও একটি ওয়েব স্পেস বা হোস্টিং এর। Hosting হলো যেখানে আপনি আপনার ওয়েবসাইট হোস্ট করে রাখবেন।

সহজভাবে বোঝার জন্য আপনার ওয়েবসাইট আপনি আপনার পিসিতেও হোস্টিং করতে পারেন। কি আকাশ থেকে পড়লেন তো? মানে কি? নিজের পিসিতে ওয়েব হোস্টিং? জ্বি হ্যা। তবে এতে খাজনা থেকে বাজনা বেশী। কেন? কারণ এর জন্য আপনার একটি ভালো কনফিগারেশনের একটি কম্পিউটার থাকতে হবে। কমপক্ষে একটি Real IPর ইন্টারনেট থাকতে হবে। ২৪ ঘন্টা নিরবিচ্ছিন্নভাবে বিদ্যুৎ থাকতে হবে? 🙃🙃🙃🙃

এছাড়াও আপনাকে সার্ভার সেটাপ, হোস্টিং প্যানেল সেটাপ, সিকিউরিটি, ফায়ারওয়াল আরও কত কিছু জানতে হবে। আর একটি ছোট মানের ওয়েবসাইটের জন্য মোটামুটি ১-৫ জিবি স্পেস হলে হয়ে যায়। এখন তার জন্য কি আপনি নিজেই হোস্টিং তৈরি করবেন নাকি হোস্টিং কিনে ওয়েবসাইট হোস্ট করবেন। আর আমাদের দেশের যে বৈদ্যুতিক অবস্থা? তাই এ চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো।

এতে বোঝা গেল নিজে হোস্টিং তৈরি ও ম্যানেজ করা ব্যয়বহুল ও কষ্ট সাধ্য। তার থেকে ভালো, ভালো কোন হোস্টিং কোম্পাানিতে ওয়েব স্পেস নিয়ে ওয়েবসাইট হোস্ট করা।

এবার আসল কথায় আসি? আমরা যে গুলো হোস্টিং প্যাকেজ সস্তায় ১০০০ থেকে ৫০০০ টাকার মধ্যে নিয়ে ব্যবহার করি তা সাধারণত Shared Hosting. যেহেতু এ প্যাকেজে থাকা রিসোর্স গুলো Shared তাই এর থেকে ভালো কিছু আশা করা যায়। আবার এগুলো অনেক লিমিটেশন থাকে। যেমন Bandwidth. পারফরমেন্স ও তেমন ভাল থাকে না।

আপনার ওয়েবসাইটের Performance চেক করতে এখানে Click করুন।

কিন্তু ভিপিএস হলো আপনার জন্য ডেডিকেটেড। তাই এখানে আপনার সার্ভার রিসোর্স অন্য কেউ ব্যবহার করবে না। তাই ওয়েবসাইটের পারফরমেন্স ভাল থাকবে। যখন আপনার ওয়েবসাইট Grow করবে, আপনার ওয়েবসাইটটি বড় হবে, ভিজিটর বাড়বে এবং সর্বোপরি আপনার ওয়েবসাইটে ভাল পারফরমেন্স দরকার তখন আপনি VPS নিতে পারেন।

namecheap.com অথবা contabo.com থেকে VPS (Vertual Praivate Network) ভিপিএস কিনতে পারেন।