নি:সন্দেহে Cloudflare আমাদের ফ্রিতে অনেক সার্ভিস দেয়। তবে সবকিছুতেই কেন জানি ফ্রি সার্ভিসের সাথে কিছু অসুবিধাও আছে। অসুবিধা বলার আগে ক্লাউডফ্লেয়ার আমাদের কি সুবিধা দেয় বা এর কাজই কি? তা আমরা জেনে নেই।
ফ্রি তে পাওয়া এমন সুবিধাগুলো:
১। যখন আমরা ডোমেইন এর সাথে হোস্টিং/সার্ভার কম্পিউটারের যোগসূত্র তৈরি করার জন্য আমরা একটি প্রটোকল ব্যবহার করি যার নাম Domain Name System (DNS)। এই ডোমেইন ও হোস্টিং/সার্ভারের একে অন্যের সাথে যোগযোগ স্থাপন করতে সর্বোচ্চ ৪৮ ঘন্টা সময় লাগতে পারে। যদিও সাধারণত ২/১ ঘন্টায় Resolve হয়ে যায়। কখনও কখনও ৫/৭ ঘন্টাও লাগে। এটা নির্ভর করে DNS Server এর উপর। এই কাজটি ক্লাউড ফ্লায়ার ২/৩ মিনিটের মধ্যে সম্পন্ন করে।
৩। এরা সাধারণত ওয়েবসাইটের Security প্রদান করে।
২। বিনামূল্যে স্বয়ংক্রিয় SSL সাটিফিকেট প্রদান করে।
৩। ওয়েবসাইটের বিভিন্ন বিষয় সম্পর্কে খোজ খবর নেয় ও রেকর্ড রাখে।
৪। বিশ্বের ২০০টি’র ও বেশি জায়গায় তাদের নিজস্ব সার্ভারের কাজে আপনার ওয়েবসাইটের ব্যাপারে জানিয়ে রাখে এবং Caching করে। যাতে ঐ সার্ভারের আশে পাশের লোকজন আপনার ওয়েবসাইটটিকে দ্রুত লোড করাতে পারে।
৫। DDoS আক্রমণ প্রশমন। একটি ওয়বসাইটের জন্য সবচেয়ে দরকারি ফিচার এটি। হ্যাকারদের হাতে থেকে আপনার ওয়েবসাইটকে রক্ষা করে।
মোটামোটি আরও কিছু ফিচারসহ রয়েছে Cloudflare.com এর Free Plan. প্রিমিয়াম প্লান এ আছে আরও অনেক রকম সুবিধা। বিস্তারিত জানার জন্য ক্লিক করুন এই লিংকে।
এবার আসি কিছু অসুবিধা নিয়ে যা আপনাকে রীতিমতো বিপাকে ফেলতে পারে। এটা কেবল ফ্রি প্লানের ক্ষেত্রেই ঘটে থাকে।
অসুবিধা:
১। Cloudflare এর ফ্রি প্লান ব্যবহারের ফলে আপনার সার্ভারের ফাইল আপলোড লিমিট Less than 100MB. এটা যদি আপনি না জেনে থাকেন তাহলে আপনি আপনার সার্ভার প্রভাইডারেরই দোষ দিবেন।
২। মেইল Delivery ব্যহত হতে পারে। এর জন্য সিপ্যানেল থেকে Email Deliverability অপশন থেকে কাঙ্খিত সেটিংগুলো ক্লাউড ফ্লায়ার এ DNS রেকর্ড এ বসান। সাধারণত এগুলো টেক্সট রেকর্ড হয়ে থাকে। যেমন : DKIM” (TXT) Record, “SPF” (TXT) Record, PTR” (PTR) Record ইত্যাদি। এছাড়াও সঠিক ভাবে মেইল আদান প্রদানের জন্য A Record, mail, smtp, pop, pop3, cname ইত্যাদি রেকর্ডও DNS রেকর্ড হিসাবে বসাতে হবে।
৩। অনেক সময় মেইলের ইনবক্স ওপেন হয় না।
৩। আপনি ওয়েব প্যানেল ফাইল ম্যানেজার থেকে কোন ফাইল এডিট করতে গেলে দেখবেন ফাইল ওপেন হতে সময় নিচ্ছে। শেষ পর্যন্ত ওপেন হল না। Cloudflare এটাকে ব্যহত করছে। এর জন্য আপনি yoursite.com/cpanel ব্যবহার না করে আপনার সার্ভারের url ব্যবহার করুন। যেমন: svr.someoneserver.com.
উপদেশ: ক্লাউড ফ্লেয়ার ফ্রিতে সঠিকভাবে ব্যবহারের জন্য কিছু টেকনিক শিখে নিন। ফ্রিতেই সন্তুষ্ট থাকুন।
তো আজ এপর্যন্তই। পোস্টটি ভাল লাগলে শেয়ার করতে ভুলবেন না।