How to fixed “Options if your hard disk is larger than 1TB”

Spread the love

আসুন দেখে নেই উইন্ডোজ ৭ এর একটি জনপ্রিয় এরর “Options if your hard disk is larger than 1TB” কিভাবে Fixing করব।

আমরা উপরের চিত্রের এরর টি উইন্ডোজ সেটাপ এর পর প্রায়ই দেখে থাকি।  মুলত Boot Partition 100 MB’র কম হলে এই সমস্যাটি দেখা যায়। যার ফলে উইন্ডোজ সেভেন রান করানো যায় না।

অনেকেই ভুল করে আবার উইন্ডোজ রিইন্সটল করে থাকে।

সমস্যাটি সমাধানের জন্য নিচের পদ্ধতি অনুসরণ করুন:

  • উইন্ডোজ ৭ ইন্সটল উপরের চিত্রের মতো এরর দেখাবে।
  • উইন্ডোজ এর সিডিটি সিডি ড্রাইভে প্রবেশ করা অথবা Bootable পেনড্রাইভ কম্পিউটার লাগান।
  • কম্পিউটার Reboot করুন।
  • সিডি অথবা পেনড্রাইভ Boot করার সময় নিচের মতো Press any key boot from CD / DVD লেখাটি আসলে থেকে  কী-বোর্ড থেকে যে কোন কী প্রেস করে সেটাপ শুরু করুন।

press any key boot from cd dvd

  • নিচের চিত্রের মতো উইন্ডোজ প্রক্রিয়া সেটাপ শুধু হবে।

  • নিচের চিত্রের মতো আসলে Next বাটনে ক্লিক করুন।

Windows 7 Installation Screen

  • Repair your computer বাটনে ক্লিক করুন।

Windows Repair Button

  • নিচের চিত্রের মতো আসা পর্যন্ত একটু অপেক্ষা করুন। চিত্রের মতো চেকমার্ক করে Next বাটনে ক্লিক করুন।

windows 7 repair screen

  • নিচের চিত্রের মতো প্রদর্শিত হলে পর পর দুটি স্ক্রীন Cancel বাটনে ক্লিক করুন।

repair screen 2

windows repair 2

  • এবার নিচের চিত্রের মতো Command Prompt এ ক্লিক করুন।

Repair command prompt (cmd)

  • নিচের চিত্রের মতো আসবে।

repair cmd screen

  • এবার এই কমান্ডটি টাইপ করুন: bootrec.exe/fixmbr
  • The operation completed successfully ম্যাসেজটি দেখাবে।
  • এবার এই কমান্ডটি টাইপ করুন: bootrec.exe/fixboot
  • এবারও The operation completed successfully ম্যাসেজটি দেখাবে।
  • কম্পিউটার রিবুট করুন।

আশাকরি আপনার সমস্যার সমাধান হবে।

পোস্টটি ভাল লাগলে লাইক, শেয়ার করতে ভুলবেন না।