WordPress ওয়েবসাইটের একটি খুবই পরিচিত একটি এরর- Error 404 Not found. একটি কমন সমস্যা
সাধারণত Website Transfer বা Hosting Change করার পর ওয়েবসাইটের বিভিন্ন পেইজ বা পোস্ট পেজ ভিজিট করার সময় এই সমস্যাটি দেখা যেতে পারে।
The resource requested could not be found on this server!
এটা মুলত Hyperlink রিলেটেড Error. তাই ওয়ার্ডপ্রেস ড্যাসবোর্ড থেকে Settings > Permalink ক্লিক করুন। এবার Permalink structure থেকে নিচের চিত্রের মতো Post Name এ check mark করে Save ক্লিক করুন।
সমস্যার সমাধান না হলে নিচের ধাপ অনুসরণ করুন।
আপনার ওয়েব কট্রোল প্যানেলে যান। আপনার ওয়েবসাইটের public_html ফোল্ডার থেকে .htaccess ফাইলটি খুজে বের করুন। খুজে না পেলে নিচের চিত্রের মতো Settings এ ক্লিক করে Home Directory রেডিও বাটনে Check mark করে Show Hidden Files (dotfiles) এ ক্লিক করুন। তাহলে আপনি .htaccesss ফাইলটি দেখতে পাবেন।
.htaccess ফাইলটিকে একটি অন্য কোন নামে Rename করুন।
তারপর File এ ক্লিক করে একটি নতুন ফাইল তৈরি করুন। ফাইলের নাম দিন .htaccess. এবং Save করুন।
আশা করি আপনার সমস্যার সমাধান হবে ইনশাআল্লাহ