There has been an error cropping image at WordPress Website

Spread the love

ওয়ার্ড প্রেস ওয়েবসাইটের একটি কমন এরর There has been an error cropping image.

এররটি কি এবং কেন আসে?

যারা ওয়ার্ডপ্রেস দিয়ে তৈরি করা ওয়েবসাইট চালান তারা হয়তো এই এররটির সাথে পরিচিত। এটা মুলত php এক্সটেশন Graphics Demination (GD)’র একটি এরর।

অর্থ্যাৎ আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে যদি Graphics Demination (GD) এই এক্সটেশনটি এনাবল করা না থাকে তাহলে এই এররটি আসতে পারে।

Error টি কিভাবে Solve করবেন:

  • প্রথমে আপনার হোস্টিং কন্ট্রোল প্যানেলে যান। তারপর নিচের চিত্রের মতো search bar এর লিখুন Select php Version এবং Select php Version এ ক্লিক করুন।

select php version

  • এবার প্রাপ্ত অপশন থেকে Extensions ট্যাবে ক্লিক করুন।

gd extension

  • তারপর নিচের চিত্রের মতো gd এক্সটেনশন এ চেক মার্ক (টিক চিহ্ন) দিন।

gd extension enable

চেক মার্ক করা হলেই Automatically সেইভ হয়ে যাবে।

আশা করি আপনার সমস্যা সমাধান হয়ে যাবে।