কম্পিউটার মাদারবোর্ডের Front Panel (ফ্রন্ট প্যানেল) সেটিংস করবেন কিভাবে?
বিভিন্ন কারণে আমাদের মাদারবোর্ডটি কেসিং থেকে খুলতে হয়। খোলার সময় খুলে ফেলি কিন্তু লাগানোর সময় ক্যাসিংয়ের কানেকশন গুলি মাদারবোর্ডের সাথে ঠিকঠাক লাগাতে পারি না। বিশেষ করে ফ্রন্টপ্যানেল।
Front Panel ফ্রন্ট প্যানেল কি?
শব্দের ভাষা থেকেই বোঝা যাচ্ছে যে Front Panel হচ্ছে সামনের প্যানেল। অর্থ্যাৎ কম্পিউটার ক্যাসিংয়ের সামনের অংশে যে নিয়ন্ত্রন অংশ (Control Unit) থাকে তাই Front Panel. যেমন পাওয়ার বাটন, রিসেট সুইচ, USB ইত্যাদি।
এই যন্ত্র/যন্ত্রাংশ গুলি ঠিক ঠাক ভাবে কাজ করার জন্য মাদারবোর্ডের সাথে তার দিয়ে যুক্ত থাকে। এগুলোর কানেকশন করার জন্য মাদারবোর্ডে ০৯ (নয়) পিনের একটি প্যানেল থাকে। এটাকে Front Panel বলে। এই প্যানেলের পিন গুলো খুব সুক্ষ্ম। খুবই সাবধানতার সাথে হ্যান্ডেল করতে হয়।
অনেক সময় আমরা ক্যাসিংয়ের সাথে থাকা তারগুলো ফ্রন্ট প্যানেল সঠিক ভাবে লাগাতে হিমসিম খাই। হয়ত অনেক সময় মাদারবোর্ডের ইউজার ম্যানুয়াল দেখে সেটাপ করে থাকি। কিন্তু সবসময় ইউজার ম্যানুয়ালটি আপনার কাছে নাও থাকতে পারে এবং কোন কারণে ফ্রন্ট প্যানেলটি আপনারে পুনরায় সেটাপ করতে হতে পারে।
কিভাবে Front Panel সেটাপ, সব সময় মনে রাখবেন তার একটা কৌশল শিখিয়ে দিচ্ছি।
উপরের চিত্রের মধ্যে খেয়াল করুন। এখানে 10টি প্রোব আছে আর নয়টিতে পিন আছে। একটি পিন খালি। এই ফ্রন্ট প্যানেলটি মাদারবোর্ডের যে কোন জায়গায় থাকতে পারে। এটা মাদারবোর্ড নির্মাতা কোম্পানি নির্ধারন করে থাকে। ভিন্ন ভিন্ন মাদারবোর্ডে ভিন্ন জায়গায় থাকতে পারে।
Front Panel মাদারবোর্ডের যেখানেই থাকুক, আপনি মাদারবোর্ডের যে অংশে বা যেদিকে একটি পিন আছে বা যে প্রোবটি খালি আছে সেখান থেকে হিসাব শুরু করুন।
মনে রাখবেন আমাদের কাজ কিন্তু খালি অংশ অর্থ্যাৎ ডান পাশ নিচের অংশ থেকে শুরু করা।
১। খালি অংশের উপরের দুই পিন (পিন নম্বর ৬ ও ৮ নম্বর পিন হলো পাওয়ার বাটনের পিন। এ দুটি আপনি লাগিয়ে ফেলেন। এ দুইটার মধ্যে ধনাত্মক (+) ও ঋণাত্মক (-) মিসম্যাস হলেও সমস্যা নাই। লাগায় ফেলেন।
২। এবার তার পরের দুইটা। অর্থ্যাৎ ২ ও ৪ নম্বর পিন। এটা হলো পাওয়ার লিড। মানে কম্পিউটার অন হওয়ার সময় যে ক্যাসিংয়ের মধ্যে মিট মিট করে রঙিন আলো জ্বলে এটা হল সেটা। এখানে কিন্তু উল্টা পাল্টা করলে হবে না। মানে লাইট জ্বলবে না। এখানে ধনাত্মক ও ঋনাত্মক ঠিক ভাবে লাগাতে হবে।
মনে রাখবেন ধণাত্মক পিন এই প্যানেলে বাইরে থাকে। তার মানে হল ২ নম্বর পিন ধনাত্মক ও ৪ নং পিন ঋণাত্মক। লাগায় ফেলেন। ডান পাশের পিন শেষ।
৩। এবার ১ ও ৩ নম্বর পিন হল হার্ড ডিস্কের Power LED. এই কানেকশন ঠিক ঠাক থাকলে হার্ডডিস্কের তলদেশে থাকা সার্কিটের রঙিন লাইট মিট মিট করে জ্বলবে। এখানেও অবশ্যই ধনাত্মক ও ঋণাত্মক আইন মেনে চলতে হবে। ধনাত্মক বাইরে থাকে তাই ১ নম্বর পিন ধনাত্মক ও ৩ নম্বর ঋণাত্মক। লাগায় ফেলেন।
৪। বাকি থাকল আর ৩টি পিন। ৩টি মধ্যে শেষ মাথারটি 5 Volt DC. এটার আপাতত কোন কাজ কর্ম নাই। বাকি দুইটি রিসেট বাটন। লাগায় ফেলেন। ধনাত্মক ও ঋণাত্মক উল্টাপাল্টা হইলেও কোন সমস্যা নাই।
শর্ট সিলেবাস:
খালি প্রোব থেকে শুরু। ডানপাশ থেকে প্রথম দুইটা Power বাটন. পাওয়ার বাটনের বাম পাশে Reset বা Restart Swich. ধনাত্মক সবসময় বাইরে থাকে। আর ঋণাত্মক ভিতরে। উপরে ডান পাশে Power LED আর বাম পাশে HDD।
ধন্যবাদ সবাইকে।