মোবাইল ফোনে এডস ও দুটি ক’থা

Spread the love

মোবাইল ফোনে এডস দেখেন নাই এমন লোক খুঁজে পাওয়া মুশকিল। এ বিরক্তি এর জন্য মোবাইল আছাড় মারতে ইচ্ছে করে। মোবাইল আর চালাবো না।

আবার এসব এডস এর মাঝে অন্য সব অ্যাপ ইনস্টলের এডসেন্স থাকে। মানে বিপত্তি আনে আরও বিপত্তি।

তাই আপনি যদি কিছু আইটি জ্ঞান সম্পন্ন না হোন তাহলে পড়তে পারেন অনেক বিপত্তিতে। তাই এই পোস্টটি পড়ে নিজের আইটি জ্ঞানের পরিধি আর একটু বাড়িয়ে নিন।

এডস কেন আসে

দৈনন্দিন জীবনে প্রয়োজনে, অপ্রয়োজনে মোবাইল স্ক্রিনে দেখা যায় এডস (Advertisement)। অধিকাংশ সময়ে আমি Google Play Store থেকে যে সমস্ত এপস ডাউনলোড করে থাকি তার 99% ভাগেই Google Adsense করা থাকে।

অর্থ্যাৎ যে বা যারা এই এপসটি ডেভেলপ করেছেন তারা আপনা ফ্রিতে এপটি ব্যবহারের সুবিধা দিচ্ছেন বিনিময়ে তারা Google Adsense এর মাধ্যমে ইনকাম করে থাকেন।

তাই আপনি এনড্রোয়েড অ্যাপস ডাউনলোড করার সময় নিচের চিত্রের মতো Contain Ads লেখাটি দেখতে পান।

Google Adsense কি?

Google Adsense হলো এক ধরেনের ডিজিটাল বিজ্ঞাপন যা কোন প্রতিষ্ঠান তাদের বিজ্ঞাপনটি মানুষের কাছে প্রদর্শনের জন্য গুগলকে টাকা দেয়।

যখন কোন ব্যক্তি/ প্রতিষ্ঠান এপস ডেভেলপ করে গুগলে রেজিস্ট্রেশন করেন তখন এই এপস থেকে ইনকাম করার জন্য অথবা এই এপসের ব্যয় নির্বাহের জন্য একটা ইনকাম সোর্স বের করার জন্য গুগলের কাছে আবেদন করেন।

ঐ এপসটি বা ওই প্রতিষ্ঠানটি গুগলের নিয়ম নীতির মধ্যে থাকলে গুগল এপসটিকে এডসেন্সের জন্য Approve করেন। তাই আমরা যে কোন এনড্রোয়েড এপস ব্যবহারের সময় এডস দেখে থাকি।

এটা মেনে নেয়াই যায়। যেহেতু আমি ফ্রিতে একটি এপস ব্যবহার করছি তাই উক্ত এপসের মালিক তার ব্যব পুষিয়ে নেয়ার জন্য আমাকে এড প্রদর্শন করতে পারে।

কিন্তু?

আমি যখন আমার টাকা দিয়ে একটি মোবাইল কিনি তখনও কতগুলো সিস্টেম এপস এডস প্রদর্শন করে। এমন কতক এপস হলো :  File Manager, Speed Boost, System Security ইত্যাদি।

অর্থ্যাৎ আপনি আপনার মোবাইল টাকা দিয়ে কিনলেনও আপনি এডস দেখতে বাধ্য হচ্ছেন। কেননা আপনার এনড্রয়েড মোবাইলের সিস্টেমে সে এপস আছে তা এডস দেখানোর শর্তে ব্যবহারের জন্য সেটাপ করা হয়েছে।

তাহলে উপায়:

উপায় হলো আইফোন। আইফোনে এ রকম সস্তা এডস দেখানো হয় না। Apple কোম্পানি নিজেই ডিভাইস ও এপস তৈরি করে বলে এর Combination ও Performance ঠিক থাকে।

এ কারণেই যেখানে এনড্রোয়েন ফোন ৮ জিবি র‌্যাম যে কাজ করে সেখানে আইফোনের ২ জিবি র‌্যাম তার চেয়ে ভালো কাজ করতে পারে। কিন্তু সবার তো আর আইফোন কেনার সামর্থ্য নাই। তাই নিচের পরিত্রাণের উপায় কাজে লাগান।

মোদ্দাকথা এনড্রোয়েড ফোন আমাদের বিক্রি করে। এরকম বিক্রয়কারীর সংখ্যা অনেক। যেমন, ফেসবুক, গুগল, ইয়াহু ইত্যাদি। এরা সবাই আমার তথ্য সংগ্রহ করে বিজনেস করে। যা আমরা খুব কম সংখ্যকই বুঝতে পারি।

পরিত্রাণের উপায়

আমার কিছু কৌশল অবলম্বন করলে অনেকাংশে অনেকটা রেহাই পাওয়া সম্ভব। এ সম্পর্কে বিস্তারিত একটি পোস্ট রয়েছে নিচের লিংকে-

কিভাবে এডস থেকে পরিত্রাণ পাবেন তা দেখার জন্য এই লিংকে ক্লিক করুন।