Server Error 500 এটি ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের একটি জনপ্রিয় এরর
আজকে আমরা এই এররটি নিয়ে কথা বলল এবং কিভাবে এই Error টি দুর করা যায় সেটি আমরা দেখব।
এররটি কখন দেখা যায়:
আমরা যখন Elementor WordPress Plugins নিয়ে কাজ করি বা ওয়েবপেইজ ডিজাইন করি তখন এই সমস্যাটি দেখা যেতে পারে। অনেকেই এই সমস্যার মধ্যে পড়েন। অর্থাৎ আপনি যখন ইলিমেন্টর দিয়ে একটি পেইজ ডিজাইন করলেন এবং Update বাটনে ক্লিক করলেন ঠিক তখনি নিচের চিত্রের মতো একটি এরর দেখালো:
এবার বাছাধন যায় কই। মাথাতো নষ্ট। এত কষ্ট করে একটা পেইজ বিল্ডিং করা হলো সেটা আবার সেইভ নিচ্ছে না। থাক ভাই মাথা নষ্ট করার দরকার নেই। নিচের Solution থেকে মুক্তি পান।
আরও পড়ুন: ওয়েবসাইট ট্রান্সফারের পর যে যে সমস্যা গুলো হতে পারে বা হয়
তাহলে এখানেই থেমে যান। এই Tab টি Close করবেন না। এটা এভাবেই থাকুক। এবার সোজা চলে যান আপনার কন্ট্রোলপ্যানেলে। আপনি যদি cPanel কন্ট্রোল প্যানেল ইউজার হোন তাহলে ব্রাউজারে একটি ট্যাব ওপেন করে লিখে ফেলুন http://example.com/cpanel অথবা http://example.com:2083. আশা করি কোন রকম ভুল না করলে আপনি সিপ্যানেল কন্ট্রোল প্যানেলেন Login ইন্টারফেস এ চলে এসেছেন। example.com মানে আপনার ওয়েবসাইট। আপনার লগইন ইনফরমেশন ব্যবহার করে লগইন করে ফেলুন।
এবার নিচের চিত্রের মতো সার্চবারে সার্চ করুন MultiPHP INI Editor.
MultiPHP INI Editor এ ক্লিক করলে নিচের চিত্রের মতো দেখাবে।
চিত্রে দেখা সিলেক্টর থেকে আপনার ওয়েবসাইটটি সিলেক্ট করে ফেলুন।
নিচের চিত্রের মতো প্রদর্শিত হবে-
চিত্রে দেখানোর মতো প্রয়োজন মতো 28, 56 128, 256 বা আরও বেশি মেমোরি লিমিট বাড়িয়ে নিন।
সেইভ করে বেরিয়ে আসুন।
এবার আপনার ওয়ার্ডপ্রেস সাইটে যান এবং ইলিমেন্টর পেইজটি Save করার জন্য Update বাটনে ক্লিক করুন।
আশা করি আপনার সমস্যা সমাধান হয়েছে।
যদি উপকৃত হন, পোস্টটি ভাল লাগে তাহলে শেয়ার করতে ভুলবেন।
ধন্যবাদ।